Wednesday, November 27, 2013

এবার আয় করুন Facebook, Youtube ও Twitter এর মাধ্যমে ।

৩১/১০/২০১৩ | লেখকঃ । ৫০৯ বার পঠিত ৫টি মন্তব্য | প্রিন্ট ভার্সন | Favoriteপ্রিয়তে নিব

Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন? নাকি আপনার Facebook ও Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাবেন? হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Facebook এবং Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাতে পারবেন। আপনাকে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি এই ইউরো কামাতে পারবেন। সাইটটির নাম হচ্ছে Fanslave. শুধুমাত্র Like & Follow এর মাধ্যমেই আপনি দিনে ২০ মিনিটের চেয়ে কম কাজ করে .50 ইউরো আয় করতে পারবেন। আপনি ১৫ ইউরো হলেই PayPal বা Alertpay এর মাধ্যমে Pay out করতে পারবেন। আর আপনারা জানেন যে, ১ ইউরো সমান ১১০ টাকা। তবে আর দেরি কেন? ***তবে আর দেরি কেন? আজই Register করে আয় শুরু করে দিন। রেজিস্ট্রেশনপদ্ধতি: Click Here প্রথমে এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করুন।
এখানে Name, Username, E-mail, Password সঠিকভাবে লিখুন। তারপর ‘I ACCEPT. CREATE MY ACCOUNT’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি Credits 50 অর্থাত Cash 0.25 Euro বোনাস পাবেন। (এখানে 2 Credit = 0.01 Euro) রেজিস্ট্রেশনের পর নিচের ধাপ গুলো অনুসরন করুন:-
১ম ধাপ: রেজিস্ট্রেশন করার পর আপনার Facebook এবং Twitter একাউন্টের সাথে Connect করুন। এজন্য নিচের চিত্রগুলো অনুসরন করুন- Facebook & Twitter Friends At list 50/100 Need.
তারপর Go to App বাটনে ক্লিক করুন।Account Overview পৃষ্টা থেকে Twitter-এ অনুসরন করতে পারেন।Connected Facebook Account ও Twitter এর পাশে আমার নাম দেখাচ্ছে। যদি এখানে আপনার নাম দেখা না যায় তবে বুঝতে হবে সঠিকভাবে কানেক্ট হয়নি। সেক্ষেত্রে এখানে ক্লিক করে তা কানেক্ট করতে হবে। *এখন আপনার রেজিস্ট্রেশন পুরোপুরি শেষ হল। এবার আপনি আয় করার জন্য প্রস্তুত।যেভাবে আয় করবেন: প্রথমে Fanslave এ আপনার Username ও Password দিয়ে Login করুন। তারপর, Your Account মেনু থেকে Facebook Overview অথবা Twitter overview তে ক্লিক করুন।
Like বা Follow করুন। সবগুলো পেজ Like বা  Follow করা হয়ে গেলে Update বাটনে ক্লিক করুন। **মনে রাখবেন Update বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার একাউন্টে Cash জমা হবে না।Update দেয়ার পর দেখবেন আপনার একাউন্টে Cash জমা হয়ে গেছে। *এভাবে প্রতিদিন ২-৩ বার একাউন্টে ঢুকে পেজ লাইক করবেন।রেফারেলের মাধ্যমে আয়: আছে আয় করার জন্য ১৫% রেফারেল ইনকাম। আপনার রেফারেল লিংকের মাধ্যমে যারা জয়েন করবে, তারা যত ইউরো আয় করবে আপনি পাবেন তার পুরো আয়ের ১৫%। প্রচুর পরিমানে আয় করার জন্যে এটা একটা বড় সুযোগ নয় কি? আমি এখানে একটি হিসাব দিচ্ছি- মনে করুন, আপনি ৫০ জনকে রেফার করলেন। এবং তারা প্রত্যেকে মাসে ৩০ ইউরো করে আয় করছে। তাহলে আপনার আয় দাড়াল (৫০*৩০=১৫০০)১৫% সমান ২২৫ ইউরো বা (২২৫*১১০=২৪৭৫০) ২৪৭৫০ টাকা প্রতি মাসে অতিরিক্ত আয়। আপনি যদি আরও বেশি রেফার করতে পারেন, তাহলে তো আরো অনেক বেশি ইনকাম। আর আপনার নিজস্য আয় তো থাকবেই। এত সহজে এরকম আয় করার সুযোগ আর কোথাও কারো জানা আছে কি??????? অনেকে প্রশ্ন করতে পারেন যে, এত তারাতারি এত রিফার করব কিভাবে? আমি বলব, যেকোন ধরনের আয় করতে হলে প্রথমে কম কম আয় করে হলেও দু-এক মাস কাজ করার পর আপনি প্রচুর পরিমান আয় করতে পারবেন। উল্লেখ্য, প্রথম প্রথম আপনি খুব বেশি পেজ পাবেন না। তাই প্রথমে আপনি খুব বেশি আয় করতে না পারলেও কাজ চালিয়ে যান। যখন আপনার Fan Rank বাড়বে সাথে সাথে আপনার আয়ও বাড়বে, প্রথমে আপনার Fan Rank 01 ( One) থাকবে, যা পরবর্তীতে 10 (Ten) পর্যন্ত বাড়বে। তবে তার জন্য আপনার রেফার বাড়াতে হবে এবং Facebook এর ফ্রেন্ড সংখ্যাও বাড়াতে হবে। রেফার না বাড়ালে Fan Rankও বাড়বে না, আর Fan Rank না বাড়লে আয়ও বাড়বে না। সুতরাং যত বেশি রেফার তত বেশি আয়। ***তবে আর দেরি কেন? আজই রেজিস্ট্রেশান করে আয় শুরু করে দিন।
Affiliate Program :Do you know you can make a lot more money referring others?  You Should Make a Blog Like me, Than Share Your blog to Facebook, Forum, Twitter, Youtube, MySpace, Hi5, Classified Directory site, Clickbd.com, bikroy.com as like SEO. I am sure you can make a lot of referring others. So How to Make A Blog Click Here:
Fanslave থেকে অন্যান্ন সুযোগ সুবিধা: এখান থেকে আপনি উপার্জন ছাড়াও অন্যান্ন সুযোগ-সুবিধা পেতে পারেন। যেমন- আপনার যদি একটি ফেসবুক ফ্যান পেজ থাকে তাহলে আপনি কিছু ক্রেডিটের বিনিময়ে আপনার পেজের লাইক বাড়িয়ে নিতে পারেন। এছাড়াও রয়েছে অন্যান্ন সুযোগ-সুবিধা। যা আপনি তাদের সাইট ভিসিট করলেই জানতে পারবেন।
টাকা উত্তোলন: আপনার একাউন্টে মাত্র ১৫ ইউরো হলেই আপনি তা এলার্টপে বা পেপালের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।ওহ ভাল কথা, আপনাকে টাকা তুলতে হলে payza(সাবেক Alert pay) অ্যাকাউন্ট থাকতে হবে।
কি ভাবে এলার্টপে একাউন্ট পেতে পারি বা ওপেন করতে পারি। Just Click Here

অ্যান্ডয়েড এবং পিসিতে ফ্রি রবি নেট ব্যাবহার করুন ধুমছে ( আপডেটেড)

০১/১১/২০১৩ | লেখকঃ । ১,৩৭১ বার পঠিত ৭টি মন্তব্য | প্রিন্ট ভার্সন | Favoriteপ্রিয়তে নিব

আসালামুআলাইকুম সবাই কেমন আছেন, আমি আজ যে ট্রিকটি নিয়ে কথা বলব সেটা হল ১০০% কার্যকরী। প্রথমে আপনার যে কোন রবি সিমটি আপনার মডেমে প্রবেশ করান এবং পিসিতে কানেক্ট করুন, মডেমের tools থেকে option থেকে -profile managemen
থেকে-new profile ক্লিক করুন তারপর প্রেফাইলে যে কোন নাম দিয়ে সেভ করুন
name-any name
apn:blweb
access number:*99#
and
ok
connection করুন এবং এখন আনলিমিটেড ডাউনলোড  এবং ব্রাউজিংক করুন, গ্রামীন সিমে ৩ মিনিট পর পর ডিস্কানেক্ট হয় । কিন্তু আমি জানি যে  রবি তে  কোন রকম ডিস্কানেক্ট হয় না ।  প্রথমে কানেক্ট হতে একটু আমতা- আমতা করে, যদি কোন রকম ভাবে নেট স্পীড বাড়তে থাকে তা হলে আর ডিস্কানেক্ট  হওয়ার আর সম্ভাবনা থাকে না , ডিস্কানেক্ট যাতে না হয় সেই জন্যে এই  রিকানেক্ট নামক সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
আমি সব ব্রাউজার দিয়েই ব্যাবহার করতেছি


যারা মোবাইল এ ব্যাবহার করতে চান তাদের জন্য প্রথমে আপনাকে মোবাইলের সেটিংসসে যাবেন তার পর New apn তৈরি করুন wireless setting এ গিয়ে নিচের মত – apn name- আপনার মনের মত যা খুশি লিখে নিন এবং বাকি দুইটি অফশন ঠিক মত লিখে সেভ করে নিন । apn- blweb                    port-80
সমসা হলে ছবিটি দিকে অনুশরন করুন ।
jjkkk

PC তে ফ্রী নেট Use করুন GP মডেম দিয়ে রবি সিম ব্যাবহার করে

০৩/১১/২০১৩ | লেখকঃ । ২,২০৬ বার পঠিত ৬টি মন্তব্য | প্রিন্ট ভার্সন | Favoriteপ্রিয়তে নিব

যপ্রথমেই pchelplinebd visitor দের জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা
কেমন আছেন আপনারা সবাই……..
ভাল নিশ্চয়ই ……..
আমি আল্লাহর রহমতে ভাল আছি……..
আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন tune নিয়ে.
বিঃদ্রঃ-আমি এই টিউন তি করছি ফ্রী নেট দিয়ে..
প্রথমে আপনার gp মডেমে Robi সিমটা লাগান
((((মেয়াদ বিহীন সিম হলে ভাল হয় আমি মেয়াদ ছাড়া সিম চালাচ্ছি)))
তারপর রবি এর official settings দিয়ে connect করুন
যদি official settings না থাকে তবে নিচের মত করুন
ব্যাস কাজ শেষ
ফ্রী নেট ইউস করতে থাকুন :mrgreen:
নিচে কিছু screenshot দিলাম
সব শেষে

আপনার “পেনড্রাইভ/মেমোরি কার্ড” কি ভাইরাস বা প্রবলেম জনিত কারণে ফরম্যাট হচ্ছে না?? এখনই ডাণ্ডা মেরে Format করুন! (72 KB Only)

০৪/১১/২০১৩ | লেখকঃ । ২,২৫৭ বার পঠিত ৯টি মন্তব্য | প্রিন্ট ভার্সন | Favoriteপ্রিয়তে নিব

আসসালামু আলাকুম,
সকলেরই  কম-বেশি পেনড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভ আছে। কারও কম, আবার কারও বেশি। পেনড্রাইভ না থাকলে আপনার কমপক্ষে মেমোরি কার্ড তো আছে! যেহেতু জানমাল আছে সেহেতু তাহা রক্ষা করতে গিয়ে আপনাকে নানা ঝামেলার মধ্যেও পড়তে হয়েছে অবশ্যই! আমি নিজেও পেনড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভের Format মারতে গিয়ে আগে নানা সমস্যার মধ্যে পরেছিলাম। উইন্ডোজের সাধারণ নগণ্য ফরম্যাটিং টুল ফরম্যাট করতে ব্যর্থ হইত! তখন সবাই পরে মহাজ্বালায়! ভাবছেন উপায় কি? আরে মিয়া উপায় আছে!
এক দরজা বন্ধ হইলে আরেকটি যে খুইলা যায়, সেতি বোধহয় জানেন! যাই হোক আর বাঁচালি প্যাঁচাল পারবো না। সরাসরি মূল পোস্টের গভীরে ঢুকে পরছি! :P
flashdrive format

‘Windows was unable to complete the format’ অথাবা, ‘There is an Error or Problem to format’ আরও হাবিজাবি ডায়লগ উইন্ডোজ সাহেব প্রদর্শন করিতে পারেন, কিন্তু ফরম্যাট মারিতে পারেন না! আগে আমরা এই সমস্যার মূল কারণ জেনে নিবো!
Autorun ভাইরাসের আক্রমণঃ পেনড্রাইভ/মেমোরি কার্ড ফরম্যাট হতে চাচ্ছে না! এর সাধারণত ৭৫% ক্ষেত্রেই দেখা যায় Autorun ভাইরাসের আক্রমণে এমনটা ঘটে। এটির ফলে আপনার Autorun.info ভাইরাস পেনড্রাইভ/মেমোরি কার্ডটায় Hidden হিসেবে জায়গা দখল করে থাকে। যদি আপনার পিসিকে আক্রান্ত করে, তাহলে ফ্ল্যাশড্রাইভ ফরম্যাটিং সিস্টেম অকেজো করে দেয়। ফলে Autorun.info ভাইরাসে আক্রান্ত পেনড্রাইভ/মেমোরি কার্ড Format নিতে পারে না। তাই আপনাদের এই সমস্যার সমাধান করতে এই পিচ্চি সফটওয়্যার খুব কাজের জিনিস!
প্রবলেম জনিত কারণঃ ভাইরাস ছাড়াও কিছু অন্য প্রবলেম এর কারণেও পেনড্রাইভ/মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না! যেমন পাসওয়ার্ড মারা থাকলে! আবার কিছু এরর/আনফিক্সড ডাইনামিক প্রবলেমও দেখা যেতে পারে। ফলে পেনড্রাইভ/মেমোরি কার্ড ফরম্যাট হতে পারে না। সেই ক্ষেত্রেও এই 72KB এর সফটওয়্যার ভালোভাবে ফরম্যাট দিতে সক্ষম।

কিভাবে ফরম্যাট দিবেন–
  • ১. প্রথমেই পিচ্ছি সফটওয়্যারটি ডাউনলোড করে নিবেন। সাইজ বেশি না! মাত্র 72KB!
  • ২. যে পেনড্রাইভ/মেমোরি কার্ড ফরম্যাট হতে চাচ্ছে না, সেটা ইউএসবিতে লাগান।
  • ৩. এখন GuiFormat (72KB) সফটওয়্যারটি ওপেন করুন, আপনার ফ্ল্যাশড্রাইভ সিলেক্ট করুন।
  • ৪.  পেনড্রাইভ এর সামর্থ্য অনুযায়ী Allocation Unit size সিলেক্ট করুন। না জানলে ডিফল্ট- ৪০৯৬ নিন।
  • ৫. Quick Format দেওয়া আপনার ওপর নির্ভর করে, যদি মনে করেন Quick Format না দিয়ে একবারে ফ্রেশ ফরম্যাট দিবেন, তাহলে ১ ঘণ্টার বেশি সময় লাগতে পারে।
  • ৬. সবকিছু ঠিকঠাক করে Start এ ক্লিক করলে আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ড ফরম্যাট হয়ে যাবে। হতে না চাইলেও জোরপূর্বক ফরম্যাট হবেই!!!

Download Here
 GuiFormat Software || 2.69 MB

আজকের সামান্য পোস্টটি যদি আপনাদের বড় কোন উপকারে আসে, তাহলে মন থেকে একটা ধন্যবাদ দিতে দ্বিধাবোধ করবেন নাহ! আর পোস্ট আপনার কেমন লাগলো তাও মন্তব্য করে অবশ্যই জানাবেন। উপরের বিষয়বস্তুর উপর যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । ধন্যবাদ।।।