Wednesday, November 27, 2013

অ্যান্ডয়েড এবং পিসিতে ফ্রি রবি নেট ব্যাবহার করুন ধুমছে ( আপডেটেড)

০১/১১/২০১৩ | লেখকঃ । ১,৩৭১ বার পঠিত ৭টি মন্তব্য | প্রিন্ট ভার্সন | Favoriteপ্রিয়তে নিব

আসালামুআলাইকুম সবাই কেমন আছেন, আমি আজ যে ট্রিকটি নিয়ে কথা বলব সেটা হল ১০০% কার্যকরী। প্রথমে আপনার যে কোন রবি সিমটি আপনার মডেমে প্রবেশ করান এবং পিসিতে কানেক্ট করুন, মডেমের tools থেকে option থেকে -profile managemen
থেকে-new profile ক্লিক করুন তারপর প্রেফাইলে যে কোন নাম দিয়ে সেভ করুন
name-any name
apn:blweb
access number:*99#
and
ok
connection করুন এবং এখন আনলিমিটেড ডাউনলোড  এবং ব্রাউজিংক করুন, গ্রামীন সিমে ৩ মিনিট পর পর ডিস্কানেক্ট হয় । কিন্তু আমি জানি যে  রবি তে  কোন রকম ডিস্কানেক্ট হয় না ।  প্রথমে কানেক্ট হতে একটু আমতা- আমতা করে, যদি কোন রকম ভাবে নেট স্পীড বাড়তে থাকে তা হলে আর ডিস্কানেক্ট  হওয়ার আর সম্ভাবনা থাকে না , ডিস্কানেক্ট যাতে না হয় সেই জন্যে এই  রিকানেক্ট নামক সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
আমি সব ব্রাউজার দিয়েই ব্যাবহার করতেছি


যারা মোবাইল এ ব্যাবহার করতে চান তাদের জন্য প্রথমে আপনাকে মোবাইলের সেটিংসসে যাবেন তার পর New apn তৈরি করুন wireless setting এ গিয়ে নিচের মত – apn name- আপনার মনের মত যা খুশি লিখে নিন এবং বাকি দুইটি অফশন ঠিক মত লিখে সেভ করে নিন । apn- blweb                    port-80
সমসা হলে ছবিটি দিকে অনুশরন করুন ।
jjkkk

No comments:

Post a Comment